Name | Tania |
---|---|
Question | (3709) আসসালামুআলাইকুম। কোন মেয়ে যদি বাবা মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করে এবং পরে বাবা মা ঐ বিয়ে মেনে নেন ও সমাজে জানিয়ে দেন যে মেয়ের বিয়ে হয়েছে তাহলে ঐ বিয়ে কি জায়েয হবে না কি পুনরায় মেয়েকে বিয়ে করতে হবে ...বিস্তারিত |
category | বিবাহ-তালাক |
(3709) আসসালামুআলাইকুম। কোন মেয়ে যদি বাবা মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করে এবং পরে বাবা মা ঐ বিয়ে মেনে নেন ও সমাজে জানিয়ে দেন যে মেয়ের বিয়ে হয়েছে তাহলে ঐ বিয়ে কি জায়েয হবে না কি পুনরায় মেয়েকে বিয়ে করতে হবে
(3709) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা। আমাদের দেশের আমল অনুযায়ী নতুন করে বিয়ে করা লাগবে না। তবে বিশ্বের বহু আলেমেই বলেন, অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ হবে না, তাদের মতানুযায়ী নতুর করে বিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।
Name | Md.Taufiqul Alam |
---|---|
Question | (3708) আমি চাই আমরা মুসলিমরা এক উম্মাহ হব,কিন্তু কেও যখন দেখে আমি ড আব্দুল্লাহ জাহাংগির(রহ),শাইখ মঞ্জুরে ইলাহি,নমান আলি খান কে ফলো করি তখন সবাই বলে ও তুমি ত সালাফি লা মাজাহাবি,এভাবে আমরা খুব সহজেই এঁকে অপরকে কোন না কোন দলে ফেলে দেই।এই অবস্থা কিভাবে ঠিক করা যায়? ...বিস্তারিত |
category | ব্যক্তিগত ও পারিবারিক |
(3708) আমি চাই আমরা মুসলিমরা এক উম্মাহ হব,কিন্তু কেও যখন দেখে আমি ড আব্দুল্লাহ জাহাংগির(রহ),শাইখ মঞ্জুরে ইলাহি,নমান আলি খান কে ফলো করি তখন সবাই বলে ও তুমি ত সালাফি লা মাজাহাবি,এভাবে আমরা খুব সহজেই এঁকে অপরকে কোন না কোন দলে ফেলে দেই।এই অবস্থা কিভাবে ঠিক করা যায়?
(3708) উত্তর: আপনি সঠিক মানহাজে (কর্মপদ্ধতিতে) চলুন। উম্মতের ভেদাভেদ যেন দূর হয় সে জন্য সাধ্যানুযায়ী কাজ করতে থাকুন। মানুষের সব কথাতে কান দেয়ার দরকার নেই।
Name | Toriqul islam |
---|---|
Question | (3707) নফল সালাতের 4 রাকাতে কিভাবে পড়বে ...বিস্তারিত |
category | অর্থনৈতিক |
(3707) নফল সালাতের 4 রাকাতে কিভাবে পড়বে
(3707) উত্তর: ফরজের মতই, তবে প্রতি রাকআতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়তে হবে।
Name | শাহরীন হুসেইন তানিয়া |
---|---|
Question | (3707) মৃত ব্যাক্তিকে লাশবাহী গাড়ীতে সারা রাত রেখে দিলে কি মৃত ব্যাক্তির অনেক কষ্ট হয়? কিভাবে মৃতদেহ ফ্রিজে না রেখে বেশ কিছুক্ষন স্বাভাবিক তাপমাত্রায় ঘরে রাখা যায়, একটু ইসলামিক দলিলের ভিত্তিতে বলবেন? ...বিস্তারিত |
category | অর্থনৈতিক |
(3707) মৃত ব্যাক্তিকে লাশবাহী গাড়ীতে সারা রাত রেখে দিলে কি মৃত ব্যাক্তির অনেক কষ্ট হয়? কিভাবে মৃতদেহ ফ্রিজে না রেখে বেশ কিছুক্ষন স্বাভাবিক তাপমাত্রায় ঘরে রাখা যায়, একটু ইসলামিক দলিলের ভিত্তিতে বলবেন?
(3707) উত্তর: না, এতে মৃত ব্যক্তির কোন কষ্ট হয় হয় বলে আমার জানা নেই। মৃত দেহ ফ্রীজে রাখা অনৈসালিমক কিছু নয়।
Name | Mahmud |
---|---|
Question | (3706) assala mualaikum orahma tullahe obarkathu আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসে থাকি, একজনে একটা রুম ভাড়া নিতে পারিনা, তো আমি হালাল উপার্জন করি বা চেষ্টা করি, কিন্তু আমার বন্ধুরা নানা পথে হারাম উপার্জন করে, আমার রান্নার দিন আমি বাজার করি, আর তাদের দিনে তারা বাজার করে, আমি জানি কেউ হোটেলে শুওর বিক ...বিস্তারিত |
category | অর্থনৈতিক |
(3706) assala mualaikum orahma tullahe obarkathu আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসে থাকি, একজনে একটা রুম ভাড়া নিতে পারিনা, তো আমি হালাল উপার্জন করি বা চেষ্টা করি, কিন্তু আমার বন্ধুরা নানা পথে হারাম উপার্জন করে, আমার রান্নার দিন আমি বাজার করি, আর তাদের দিনে তারা বাজার করে, আমি জানি কেউ হোটেলে শুওর বিক্রির কাজ করে, কেউ বা প্রকাশে মদ বিক্রি করে সেই টাকা দিয়ে বাজার করে তো আমার জন্য সেটা খাওয়া হালাল হবে কিনা, আর এই ধরনের রুম বাদ দিলে ওননো রুম একই অবস্থা, সুননত তরিকাই বলবেন আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি
(3706) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। সবার যেহেতু বাজার করতে হয় সুতরাং ওর টাকা দিয়ে বাজার করলেও মূলত আপনার টাকাতেই আপনি খাচ্ছেন। তাই না জায়েজ হবে না ইনশাআল্লাহ। তবে যদি আরো ভালো জায়গাতে থাকার সুযোগ হয় তাহলে সেখানে থাকবেন।
Name | মোঃ নাঈম খান |
---|---|
Question | (3706) আসসালামু আলাইকুম, প্রশ্ন ১ঃ সহিহ বঙ্গানুবাদ এর তাফসীরুল কোরআন-এর নাম বলবেন দয়াকরে। |
category | নামায |
(3706) আসসালামু আলাইকুম, প্রশ্ন ১ঃ সহিহ বঙ্গানুবাদ এর তাফসীরুল কোরআন-এর নাম বলবেন দয়াকরে।
প্রশ্ন ২ঃ জামাতে সালাত আদায়ের সময় মুক্তাদি রুকু-সিজদা ইত্যাদি করার সময় তাকবির দেয়ার বিধান কি? তাকবির দিতে ভুলে গেলে সালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন ৩ঃ অফিসে জামাতে সালাত আদায় করার জন্য আজান দেয়ার প্রয়োজন আছে কি? উল্লেখ্য অফিসে মসজিদের আজান শোনা যায়।
(3706) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনি “তাফসীরে তাওযীহুল কুরআন” পড়তে পারেন। ২। প্রথম তাকবীর বাদে রুকু-সাজদার ইত্যাদির সময় তাকবীর বলা সুন্নাত। ইচ্ছাকৃত বাদ দিবে না, ভুলে গেলে সালাতের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ৩। আজান না দিলেও সমস্যা নেই।
Name | Atikur Rahman |
---|---|
Question | (3705) kodombuchi kora jaej kina? ...বিস্তারিত |
category | অর্থনৈতিক |
(3705) kodombuchi kora jaej kina?
(3705) কদমবুচি করা সুন্নাহসম্মত আমল নয়। কদমবুচি করা যাবে না।
Name | আব্দুল্লাহ নূরী চৌধুরী |
---|---|
Question | (3704) আসসালামু আলাইকুম, |
category | ব্যক্তিগত ও পারিবারিক |
(3704) আসসালামু আলাইকুম,
আমি কয়েকটি বই ক্রয় করতে চাই, ডাক যোগে পাটানো যাবে কি?
(3704) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, যাব। এই নাম্বারে ফোন করবেন 01715400640
Name | ওহেদুজ্জামান শাওন |
---|---|
Question | (3703) আসসালামু আলাইকুম শায়েখ।আশা করি ভালো আছেন। আমি সহীহ শুদ্ধ ভাবে নামায আদায় করতে চাই৷ কিন্তু চারিদিকে এত এত মতভেদ কেউ বলে এটা এভাবে আবার অন্য জন বলে এভাবে নয়। এমতবস্থায় আমার করণীয় কি? সহীহ শুদ্ধ নামায নিয়ে স্যার(রহঃ) এর কোনো বই আছে কি? না থাকলে আমি কিভাবে সহীহ নামায আদায় শিখতে পারি? দয়া করে জ ...বিস্তারিত |
category | নামায |
(3703) আসসালামু আলাইকুম শায়েখ।আশা করি ভালো আছেন। আমি সহীহ শুদ্ধ ভাবে নামায আদায় করতে চাই৷ কিন্তু চারিদিকে এত এত মতভেদ কেউ বলে এটা এভাবে আবার অন্য জন বলে এভাবে নয়। এমতবস্থায় আমার করণীয় কি? সহীহ শুদ্ধ নামায নিয়ে স্যার(রহঃ) এর কোনো বই আছে কি? না থাকলে আমি কিভাবে সহীহ নামায আদায় শিখতে পারি? দয়া করে জানিয়ে কৃতজ্ঞ করবেন।
(3703) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। নামাযের দুয়েকটি বিষয়ে দুই ধরেণের সুন্নাত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এই সমস্ত জায়গাতে যে কোন একটি সুন্নাত পালন করলেই হবে। যেমন, রাফয়ে ইয়াদায়ন করা বা না করা, আমীন স্বশব্দে বা নিঃশব্দে বলা ইত্যাদি। এই নিয়ে বেশী টেনশন করার দরকার নেই। আপনি স্থানীয় কোন আলেমের থেকে নামাযের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। ‘রাহে বেলায়াত” এবং “মুসলমানী নেসাব” বইয়ে স্যর রহি. নামায নিয়ে আলোচনা করেছেন।
Name | রাকিব মুহাম্মদ |
---|---|
Question | (3702) হুজুরের প্রকাশিত সকল বই আমি চট্টগ্রাম এবং কক্সবাজারের কোথায় পাব? ...বিস্তারিত |
category | ব্যক্তিগত ও পারিবারিক |
(3702) হুজুরের প্রকাশিত সকল বই আমি চট্টগ্রাম এবং কক্সবাজারের কোথায় পাব?
(3702) উত্তর: আপনি এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিন 01715400640
Name | আরাবী জান্নাত |
---|---|
Question | (3701) আসসালামু আলাইকুম,,, আমার ক্লাসের কেউ যদি বেশি পড়ে কিংবা ভালো রেজাল্ট করে তাহলে এর থেকে যদি খারাপ লাগে বা আমার মাঝে প্রতিযোগিতার সৃষ্টি হয় তবে কি এটা হিংসার পর্যায় যাবে? গোনাহ হবে আমার? ...বিস্তারিত |
category | অর্থনৈতিক |
(3701) আসসালামু আলাইকুম,,, আমার ক্লাসের কেউ যদি বেশি পড়ে কিংবা ভালো রেজাল্ট করে তাহলে এর থেকে যদি খারাপ লাগে বা আমার মাঝে প্রতিযোগিতার সৃষ্টি হয় তবে কি এটা হিংসার পর্যায় যাবে? গোনাহ হবে আমার?
(3701) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। প্রতিযোগিতা সৃষ্টি হওয়া হিংসার পর্যায়ে তো যাবেই না বরং একজন শিক্ষার্থীর মধ্যে তো এমন গুনই থাকা উচিৎ। খারাপ লাগাটাও যেন, প্রতিযোগিতা সৃষ্টির উদ্দেশ্যেই হয়।
Name | মোহাম্মদ আব্দুর রাহিম |
---|---|
Question | (3700) আসসালামু আলাইকুম, Husband, wife কে দুই বারে দুইটা তালাকের নোটিশ পাঠায়,পরে wife ও Husband, কে একটা তালাকের নোটিশ পাঠায়,তারা তিন বছর ছয় মাস আলাদা আছে।তবে দুজনের মধ্যে যোগাযোগ ছিলো। কেউ কাউকে মৌখিক তালাক দেয়নি। এখন তারা আবার সংসার করতে ছায়।ইসলামের বিধান কি? কিভাবে তারা এক হতে পারবে, তাদের ...বিস্তারিত |
category | বিবাহ-তালাক |
(3700) আসসালামু আলাইকুম, Husband, wife কে দুই বারে দুইটা তালাকের নোটিশ পাঠায়,পরে wife ও Husband, কে একটা তালাকের নোটিশ পাঠায়,তারা তিন বছর ছয় মাস আলাদা আছে।তবে দুজনের মধ্যে যোগাযোগ ছিলো। কেউ কাউকে মৌখিক তালাক দেয়নি। এখন তারা আবার সংসার করতে ছায়।ইসলামের বিধান কি? কিভাবে তারা এক হতে পারবে, তাদের এক মেয়ে দুই ছেলে আছে।
(3700) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। তালাক লিখিত দিলেও কার্যকর হয়। উক্ত নোটিশে কি লেখা আছে সেটা না দেখে উত্তর দেয়া কষ্টকর। যদি তিন তালাক লেখা থাকে (যেটা সাধারণত লেখা হয়ে থাকে) তাহলে তাদের নতুন করে সংসার কোন উপায় নেই। তাদের মধ্যে বর্তমানে যোগাযোগ রাখা ইসলামসম্মত নয়, না জায়েজ। ঐ নারীর যদি অন্যত্র বিবাহ হয় আর কোন কারণে আবার তালাকপ্রাপ্ত হন বা বিধবা হন তাহলেই কেবল পূর্বের স্বামীর সাথে বিবাহ হতে পারে, বিকল্প কোন পথ নেই। প্রয়োজনে 01762629405 (এশার পর)
Name | মোহাম্মদ আব্দুর রাহিম |
---|---|
Question | (3699) আসসালামু আলাইকুম, নবীজী কিসের তৈরি রেফারেন্স সহ জানাবেন ...বিস্তারিত |
category | ঈমান |
(3699) আসসালামু আলাইকুম, নবীজী কিসের তৈরি রেফারেন্স সহ জানাবেন
(3699) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. নূরের তৈরী নয়, মাটির তৈরী। বিস্তারিত জানতে ইউটিউবে এই শিরোনামে সার্স করুন। “নবী(সাঃ) নূরের তৈরি কি ? ডঃআব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)” https://www.youtube.com/watch?v=O7-ErzwBwXY
Name | Samiya sultana |
---|---|
Question | (3698) আসসালামু আলাইকুম, আমার একটা সমস্যা হয়েছে যার ইসলামিক সমাধান চাচ্ছি। উত্তর জানতে পারলে খুশি হব। |
category | ব্যক্তিগত ও পারিবারিক |
(3698) আসসালামু আলাইকুম, আমার একটা সমস্যা হয়েছে যার ইসলামিক সমাধান চাচ্ছি। উত্তর জানতে পারলে খুশি হব।
আমার একজনের সাথে সম্পর্ক দীর্ঘ ৮বছর। তার সাথে আমার যিনায় অনেক বার লিপ্ত হয়ে পরেছি। এখন সেও নিজেকে অপরাদ বোধ মনে করছে আমিও অপরাদ বোধ করছি। আর আমারা এখনো দুজন দুজনকে খুব ভালোবাসি। এখন আমি তাকে আর সে আমাকে বিয়ে করতে চাচ্ছি। এখন আমার বাবা মা মেনে নিচ্ছে না। কারন আমার এক আত্মীয় তার পরিবার নিয়ে মিথ্যা গুজব করে। কিন্তু তার পরিবার ৫০% রাজি। এখন আমার ৩টি প্রশ্ন
১) যার সাথে যিনা করেছি তার সাথে বিয়ে করলে কি আল্লাহ আমাদের মাফ করে দিবে? আর তাকে না বিয়ে অন্য কে বিয়ে করলে কি জাহান্নামি হবো? কি করলে যিনা পাপ থেকে মুক্তি পাবো?
২) আমি যাকে পচ্ছন্দ করি, যাকে বিয়ে করতে চাই তাকে আমার পরিবার পচ্ছন্দ করে না। কিন্তু তাট পরিবার রাজী। এখন আমার পরিবার ছাড়া তার পরিবার থাকলে আমাদের বিয়ে কি হালাল হবে? মানে বিয়েতে যে কোনো এক পরিবার রাজি থাকলে বিয়ে হালাল হবে?
৩) যদি দুই পরিবারের অমতে বিয়ে করি পরে পরিবার মেনে নিল কিন্তু ২য় বার বিয়ে না করলাম সেটা কি হালাল হবে?
উত্তর জানালে উপকার হতো।
(3698) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। অবৈধ প্রেম ব্যাভিচারের দুয়ার খুলে দেয়। সুতরাং এই কথিত প্রেম-ভালবাসা থেকে এখনই আপনাদের বিরত হওয়া আবশ্যক। এটা সম্পূর্ণ রূপে ইসলামে নিষিদ্ধ।
ব্যাভিচারের গুনাহ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে তার সাথে আপনার বিবাহ করা বা না করার কোন সম্পর্ক নেই। গুনাহ মাফের জন্য শর্ত হলো উক্ত গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আল্লাহর কাছে উক্ত গুনাহের জন্য মাফ চাওয়া এবং আল্লাহর কাছে উক্ত পাপে কোন দিন যুক্ত না হওয়ার শপথ করা অর্থাৎ তওবা করা। সুতরাং আপনার জন্য এখন আবশ্যক উক্ত ছেলের সাথে সমস্থ সম্পর্ক ছিন্ন করা, কথা-বার্তাও বলা যাবে না। এরপর আল্লাহর কাছে মাফ চেয়ে উক্ত পাপ থেকে তওবা করা।
অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ অধিকাংশ আলেমের মতে বিশুদ্ধ নয়। সুতরাং অভিভাবকের অনুমতি ব্যতিত কোন মেয়েকে আমরা বিবাহের অনুমতি দিতে পারি না। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।
এখন আপনার জন্য আমাদের পরামর্শ হলো আপনি এখনই ঐ ছেলে থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। এরপর আপনার পরিবারকে সব বিষয় খুলে বলুন আর তাকে ছাড়া অন্যত্র আপনি বিবাহ করবেন না বা আপনার পক্ষে এটা সম্ভব না এটা তাদের কাছে স্পষ্ট করুন। তারপর আপনার পরিবারের লোকজন আপনাকে যা বলে তা মেনে নিন।
মনে রাখবেন, এই সব অবৈধ সম্পর্কের বিয়ে সাধারণত বেশী দিন টিকে না, আর টিকলেও অশান্তির শেষ থাকে না। এই বাস্তবতা উঠতি বয়সের ছেলে-মেয়েরা না বুঝলেও অভিজ্ঞ ব্যক্তিরা ঠিকই বোঝে। তাই তারা রাজি হতে চান না।
Name | Eevaliza |
---|---|
Question | (3697) Sir ar ki kono potisthan dhakai ase
...বিস্তারিত |
category | ব্যক্তিগত ও পারিবারিক |
(3697) Sir ar ki kono potisthan dhakai ase
(3697) উত্তর: না, ঢাকাতে আস-সুন্নাহ ট্রাস্টের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।
Name | ASHIQUE |
---|---|
Question | (3696) হুজুর আমি বিয়ে করতে চাই। আমার বয়স ২৬ কিন্তু আমি ওল্পো বেতনের চাকরী করলেও আমাকে বিয়ে দিতে চায়না আমার বাবা মা। কিন্তুু আমি বিয়ে করে আমার স্ত্রীকে ভালো রাখব ইন শা আল্লাহ। এখন আমি কি করতে পারি? নিজেকে জীণা থেকে বাঁচিয়ে রাখতে বিয়ের বিকল্প কোণ পথ ঠাক্লে জানাবেন।জাঝাকাল্লাহু খয়রন ...বিস্তারিত |
category | বিবাহ-তালাক |
(3696) হুজুর আমি বিয়ে করতে চাই। আমার বয়স ২৬ কিন্তু আমি ওল্পো বেতনের চাকরী করলেও আমাকে বিয়ে দিতে চায়না আমার বাবা মা। কিন্তুু আমি বিয়ে করে আমার স্ত্রীকে ভালো রাখব ইন শা আল্লাহ। এখন আমি কি করতে পারি? নিজেকে জীণা থেকে বাঁচিয়ে রাখতে বিয়ের বিকল্প কোণ পথ ঠাক্লে জানাবেন।জাঝাকাল্লাহু খয়রন
(3696) উত্তর: এই অবস্থায় আপনার জন্য বিয়ে করা জরুরী। আপনি আপনার পিতা-মাতাকে বুঝানোর জন্য বিকল্প কোন পন্থা বের করুন। যেমন, আপনার বাবা-মা যাদের কথাকে গুরুত্ব দেন তাদের কাউকে আপনি বিষয়টি বুঝিয়ে বললে, সে যদি আপনার বাবা-মাকে বিস্তারিত খুলে বলেন তাহলে আশা করি আপনার পিতা-মাতা আপনাকে বিবাহ দেয়ার প্রয়োজনীয়তা বুঝে আর আপত্তি করবেন না। আমরা দু’আ করি আল্লাহ যেন এই সমস্যা থেকে আপনাকে মুক্ত করেন।
Name | H.M. Aminul Islam |
---|---|
Question | (3696) আসসালামু আলাইইকু, পোস্ট অফিসে টাকা জমা রাখা কি বৈধ হবে? ...বিস্তারিত |
category | অর্থনৈতিক |
(3696) আসসালামু আলাইইকু, পোস্ট অফিসে টাকা জমা রাখা কি বৈধ হবে?
(3696) উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। নিরাপত্তার স্বার্থে আপনি পোষ্ট অফিসে টাকা রাখতে পারেন। তবে ঐ টাকা থেকে প্রাপ্ত সুদের টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরবী- মিসকীনদের দিয়ে দিবেন।
Name | মহঃ সুহাইল |
---|---|
Question | (3695) জুম্মার আগে ও পরে কত রাকাত সুন্নাত ...বিস্তারিত |
category | সুন্নাত |
(3695) জুম্মার আগে ও পরে কত রাকাত সুন্নাত
(3695) উত্তর: জুমুআর আগে ও পরে সুন্নাতের রাকআত সংখ্যা নির্ধারিত নয়। যত ইচ্ছা পড়তে পারেন। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 3381 নাম্বার প্রশ্নের উত্তর।
Name | রুবেল হোসেন |
---|---|
Question | (3694) লম্বা হওয়ার জন্য কি ওষুধ খাওয়া যায়েজ ? ...বিস্তারিত |
category | ব্যক্তিগত ও পারিবারিক |
(3694) লম্বা হওয়ার জন্য কি ওষুধ খাওয়া যায়েজ ?
(3694) উত্তর:যদি হালাল ও বিশ্বাসযোগ্য ওষুধ হযে খেতে পারেন।
Name | সায়ীদমোতাছিমবিল্লাহ |
---|---|
Question | (3693) আসসালামুআলাইকু, জনাব, আমার প্রশ্ন হচ্ছে ঃঃ আমরা জানি রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের, মধ্যের দশ দিন মাগফেরাতের, শেষ দশদিন নাজাতের। আমি জানতে চাচ্ছি , এটা কতটুকু সত্য ? কোন হাদিসে আছে ? হাদিসে কিভাবে বলা আছে? পরিপূর্ণ ব্যাখ্যা জানালে খুশি হবো। ...বিস্তারিত |
category | হাদীস |
(3693) আসসালামুআলাইকু, জনাব, আমার প্রশ্ন হচ্ছে ঃঃ আমরা জানি রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের, মধ্যের দশ দিন মাগফেরাতের, শেষ দশদিন নাজাতের। আমি জানতে চাচ্ছি , এটা কতটুকু সত্য ? কোন হাদিসে আছে ? হাদিসে কিভাবে বলা আছে? পরিপূর্ণ ব্যাখ্যা জানালে খুশি হবো।
(3693) উত্তর: এটা হাদীসের কথা। একেবারে বানোয়াট না। তবে হাদীসটি দূর্বল। হাদীসটির মূল পাঠ হলোوَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ অর্থ: রমাজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগিরাত এবং শেষের অংশ জাহান্নাম থেকে মুক্তি। সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১৮৮৭; শুয়াবুল ঈমান, হাদীস নং ৩৩৩৬। উক্ত হাদীসে আলী ইবনে জায়েদ ইবন জাদয়ান নামে একজন রাবী আছে। আল্লামা জাহাবী, ইমাম দারা কুতনী, ইমাম আহমাদসহ অন্যান্য মুহাদ্দিসগণ তাকে দূর্বল বলেছেন। শায়খ আলবানী রহ. হাদীসটিক দুর্বল বলেছেন। দেখুন,সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৮৭১ । এই অর্থে আরো একটি হাদীস বর্ণিত আছে। সেটিকে শায়খ আলবানী রহ. মুনকার বলেছেন। দেখুন, সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ১৫৬৯।
Remarkable! Its really awesome article, I have got much clear idea about from this article.
হে আল্লা, আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা কর।
আসসালামু আলাইকুম
কোন অসচ্ছল ব্যক্তি যদি তার নখ চুল ও লোম জিলহজ মাসের 10 প্রথম 10 দিন না কাটে তাহলে সে কোরবানির সওয়াব পাবে। বিষয়টি একটি পত্রিকার প্রবন্ধে দেখলাম। সেখানে মুসনাদে আহমাদ এর হাদিস নম্বর 6575 দেয়া আছে। কিন্তু আমি সেখানে এমন কোন বিষয় খুঁজে পাইনি। বিষয়টির সত্যতা জানতে চাচ্ছি।
প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি যদি এই প্রম্নটি আমাদের এই http://assunnahtrust.com/ask-question/ লিংকে গিয়ে করেন তাহলে আপনার সাথে সাথে অন্যরাও উপকৃত হবে ইনশাআল্লাহ।
অনেক তথ্যবহুল একটি সাইট।
আল্লাহ আপনাদের এ কাজকে নাজাতের মাধ্যম হিসাবে কবুল করুন।